স্থানীয় সংবাদ

খালিশপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুরে বিদ্যুৎ কেন্দ্রর সামনে বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসুছি পালন করেছে ভুক্তভোগী অসহায় শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে আটটায় রূপসা ৮০০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সামনে শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালিত হয়। মূলতঃ চাইনিজ ঠিকাদার সাংহাই ইলেকট্রিক কর্পোরেশন এর অধীনে সাব-কন্ডাক্টার হাইপেকের শ্রমিকবৃন্দ শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের জন্য হাইপেক এর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক রফিকুল ইসলামের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী শ্রমিকরা বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কতৃক রূপসা ৮০০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজে জন্য। প্রধান ঠিকাদার সাংহাই ইলেকট্রিক কর্পোরেশন এর অধীনে। চাইনিজ সাব-কন্ডাক্টার হাইপেক এর অধীনে, দেশীয় শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান এসটিএস কর্পোরেশন, এম আর ট্রেডাস, সুমন এন্টারপ্রাইজ এবং জাবির ট্রেডার্স,দেশীয় শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহ -শ্রমিকদের ডিসেম্বর ২৪ সাল পযন্ত কোন বেতন পরিশোধ করেন নাই। শ্রমিকরা বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। শ্রমিকরা আরো দাবি বলেন, প্রতি মাসে ৫ তারিখের মধ্যে যেন তাদের পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক সরবরাহ প্রতিষ্ঠানসমূহের গত তিন মাসের টাকা হাইপেক কোম্পানি পরিশোধ করেনি বিধায় তারা শ্রমিকদের টাকা দিতে পারতেছে না। এসটিএস কর্পোরেশন, এম আর ট্রেডার্স, সুমন এন্টারপ্রাইজ ও জাবির ট্রেডার্স এই চার ম্যানপাওয়ার সরবরাহকারী কোম্পানী গুলোর শ্রমিকরা টাকা না পাওয়া পর্যন্ত কাজ করবে না এবং তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এছাড়া উক্ত প্রতিষ্ঠানে চায়না ও এনডি এর অন্যান্য কাজ চলমান রয়েছে। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে তাদের পাওনা নেয়া লাগে। শ্রমিকেরা স্লোগানে বলে, শ্রমিকের বকেয়া পাওনা দিতে হবে দিতে হবে”। “তিন মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ কর, পাওয়া নিয়ে টালবাহানা, শ্রমিক হয়রানি চলবে না”।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button