দৌলতপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রো পলিটন পুলিশের উদ্যোগে রবিবার (১২ জানুয়ারী) বিকালে নগরীর দৌলতপুর থানা এলাকার দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ্ সংলগ্নে আইন শৃঙখলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন)’র লিয়াকত আলী। এসময় সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত হোসেন লাভলু, থানা জামায়াত নেতা মোশাররফ আনসারী, ৪নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক আরমান শেখ, শরিফুল আনাম, মোল্লা মুজিবুর রহমান, আসাদুজ্জামান আসাদ, সাবেক কাউন্সিলর মোঃ আশরাফ হোসেন, মোক্তার হোসেন মুক্ত, গাজী ফিরোজ, গাজী শরিফুল ইসলাম অহিদ, গাজী আছিফুল হক অনি, মঞ্জুর আহসান (শিপলু), আমিনুর ইসলাম, কামরুল হোসেন এরশাদ, দিপু গাজী, অপু গাজী, রুবেল গাজী, আশু আনাম, রাশু আনাম, রনি, মিল্লাত গাজী, আজিজুল ইসলাম, শেখ সোলায়মান, আব্দুর রহিমসহ মসজিদের মুসাল্লিবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ পথচারীবৃন্দ। সভায় বক্তৃতায় পুলিশ কর্মকর্তারা জানান, গত ৫ আগস্টের আগে জনগন পুলিশকে অন্য চোখে দেখে, দূরে সরে যায়। তাছাড়া ৫ আগষ্টের আগে বিভিন্ন সময়ে সাধারণ মানুষ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়েছে। তবে ৫ আগস্টের পরে পুলিশ আবার সাধারণের মানুষের কাছে নতুন রুপে, সেবার ব্রত নিয়ে ফিরে এসেছে। সুন্দর ও মাদক মুক্ত সমাজ গঠনে, মাদকসেবী, মাদকা বিক্রেতা, সন্ত্রাসী কর্মকা-সহ বিবিধ বিষয়ে আইন শৃংখলা নষ্টকারী ব্যক্তিদের তথ্য দিলে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে এলাকায় শান্তি শৃঙখলা ফেরাতে পুলিশ কাজ করবে। নিরপেক্ষ ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা, নাগরিকের প্রতি যতœশীল হওয়া, মানবিক ও ভালো আচারণ, সততা ও নৈতিক আস্থা অর্জন কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে পুলিশের প্রতি আস্থা রাখার আহবান জানান তারা।