স্থানীয় সংবাদ

রাতে কম্বল নিয়ে শীতার্ত মানুষের সন্ধানে দিঘলিয়ার মানবিক ইউএনও

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ঃ
গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন দিঘলিয়া উপজেলার মানবিক নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এবার চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশী। তাইতো প্রকৃত দুঃস্থদের কাছে কম্বল পৌঁছে দেওয়ার জন্য নিয়েছেন এমন উদ্যোগ। গতকাল বুধবার গভীর রাতের দিকে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে উপজেলার বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে এভাবে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে রাতের আঁধারে দুঃস্থ অসহায়দের মাঝে বিতরণ করছেন কম্বল। আবার উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে ইয়াতিমখানা, লিল্লাহ বোডিং, হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। কম্বল পাওয়া উপজেলার সেনহাটি চন্দনীমহল এলাকার আঃ রাজ্জাক, রেণু বেগম, আব্দুর রহমানসহ একাধিক শীতার্ত ব্যক্তি এ প্রতিবেদককে জানান, এই শীতের রাতে ইউএনও স্যারের দেওয়া কম্বল তাদের অনেকটাই শীত থেকে রক্ষা করছে। এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, উপজেলার ৬ টি ইউনিয়নে বিতরণের জন্য মাত্র ১ হাজার ৪৯৬টি কম্বল শীতবস্ত্র হিসেবে পাওয়া গেছে। কিন্তু এ উপজেলায় নিঃস্ব ও দুঃস্থদের সংখ্যা এর চেয়ে অনেক বেশী। সে কারণে প্রকৃত গরীব, বৃদ্ধ ও অসহায়দের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধন সরকার। রাষ্ট্রের সকল নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধার খোঁজ খবর রাখছে সরকার। হতদরিদ্র ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র ছিন্নমূল এবং অসহায় মানুষদের জন্য ভবিষ্যতেও সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button