স্থানীয় সংবাদ

মেরে গাড়ি চালকের দাঁত ভাঙলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ঃ মেরে গাড়িচালকের দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির মারধর করে গাড়িচালক রবিন ইসলাম মদুদের দাঁত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ মিলেছে। রবিন খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২১ শে জানুয়ারি মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে খুলনা নির্বাচন অফিসে, এরই মধ্যে ড্রাইভারকে বদলি করে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে অফিসের গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ করে । পরে মিটিং শেষে সচিব ও অতিরিক্ত সচিব এসে তাদের বিচারের আশ্বাস দিলে সেখান থেকে সবাই চলে যান। এর আগে গত মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে অফিসটির গাড়ি চালক রবিন ইসলাম মওদুদ লিখিত অভিযোগ করেন। সচিবের কাছে জমা দেওয়া অভিযোগে রবিন ইসলাম মওদুদ উল্লেখ করেন, মঙ্গলবার আনুমানিক ৩টা ৩৫ মিনিটে তাঁকে অফিস সহায়ক উশা আফরিনকে দিয়ে অফিসে ডেকে নেন হুমায়ুন কবির। সেখানে ওই সময় দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়ি চালকের কাছে গাড়ির চাবি ও গাড়ি চাইলে, তিনি লিখিত আকারে বুঝে নিতে বলেন। চিঠিতে আরও উল্লেখ করেন, চিকিৎসারত অবস্থায় তাকে ফোন কল দিয়ে অফিসে ডেকে নিয়ে বদলির চিঠি ও অবমুক্তের আদেশ হাতে দিয়ে দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button