আন্তর্জাতিক
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ৯

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্ব শহর সুমির একটি ভবনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ হামলায় এক শিশুসহ আহত হয়েছেন আরো অন্তত নয়জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, একটি ইরানি ড্রোন দিয়ে সুমিকে লক্ষ্য করে রাশিয়া এ হামলা চালায়। এছাড়া রাতভর রাশিয়ার ৮১টি ড্রোন উৎক্ষেপণের ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক বার্তায় বলেন, ‘একটি ভয়াবহ বিপর্যয়, একটি ভয়ঙ্কর রাশিয়ান অপরাধ। এই বিপর্যয়ের জন্য বিশ্ব যেন রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা না থামায়।’ ইউক্রেনের সেনাবাহিনী জানায়, সুমি ও রাজধানী কিয়েভের কাছে ৩৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ৩৯টি তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। সূত্র : আল জাজিরা



