স্থানীয় সংবাদ

সিপিবি খুলনা মহানগর সম্পাদকম-লীর জরুরী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, খুলনা মহানগর সম্পাদকম-লী এক জরুরী সভা ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পার্টির কার্যালয়ে সভাপতি কমরেড এইচ এম শাহাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বিগত দিনের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সাংগঠনিক আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, গল্লামারী ময়ূর নদের উপর নির্মিতব্য ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে বর্তমানে স্থগিত হয়ে আছে। এতে ব্যস্ততম এলাকার সড়কের কমপক্ষে দুই-তৃতীয়াংশ জায়গা ঘিরে আটকে রেখে নির্মাণ সামগ্রী ফেলে রেখে সমগ্র এলাকা জুড়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে একদিকে যানবাহন চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। যা দুর্বিসহ যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বক্তারা অতি জরুরীভিত্তিতে গল্লামারী ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার উৎখাত হওয়ায় মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল তা এখন ফিকে হতে শুরু হয়েছে। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ না করে ভ্যাটকর বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেন। বক্তারা আইন-শৃঙ্খলার উন্নতি, সারা দেশে রেশনিং ব্যবস্থা প্রবর্তন, কৃষি ঋণ প্রদান ও কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ক্রয়, বন্ধকৃত মিল-কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি করা, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কারপূর্বক দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button