শার্শার বাগআঁচড়ায় পাওনা টাকা নিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগ

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭০)নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত রহিমা খাতুন এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। এঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন(৩০) ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায় দু পরিবারের মাঝে গোলযোগ সৃষ্টি হতো। ঘটনার দিন রহিমা রান্নার জন্য গাছ থেকে কলা আনতে অপু ও রাহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাঁকা রাস্তার ওপর ফেলে রহিমা মাথায় আঘাত করে এত করে রহিমা জ্ঞান হারায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। ফিরোজা খাতুন নামে এক প্রতিবেশী জানান, তিনি রান্না করছিলেন চেঁচামেচি দেখে তিনি বাইরে আসেন এ সময় দেখি অপু রহিমাকে মারধোর করছে। রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার ওপর ফেলে দিলে সে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। শুনেছি সেখানে তিনি মারা গেছেন। এবিষয়ে যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন বলেন, তিনি একটি ঘটনার কথা শুনেছেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।