স্থানীয় সংবাদ

নির্বাচন দিয়ে বিতর্কের অবসান ঘটাতে হবে বর্তমান সরকারকে

দিঘলিয়ায় সম্প্রীতি সমাবেশে বিএনপি নেতা হেলাল

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শতভাগ সমর্থন করি। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। সংস্কার সংস্কার খেলার নামে সময় নষ্ট না করে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। নির্বাচন দিয়ে সকল বিতর্কের অবসান ঘটাতে হবে বর্তমান সরকারকে। এখনই জনগন আপনাদের সাধুবাদ জানাতে পারছে না। দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। এদেশের মানুষকে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে পারলেই তাদের সাধুবাদ জানাবে। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটিয়ে নির্দিষ্ট রোডম্যাপ ঠিক করার আহবান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে দিঘলিয়া উপজেলা বিএনপি’র সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। ডাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে জাসেদ কবির জুয়েল সমাবেশ সঞ্চালনা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেথ্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলাল বলেন, বিএনপি’র সাথে আওয়ামী লীগের তুলনা করবেন না। বিএনপি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেছিল; আর আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করে অবৈধ সরকার গঠনের মধ্যদিয়ে গেল ১৫ বছর সীমাহীন লুটপাটে দেশ দেওয়ালিত্বের দ্বারপ্রাপ্তে পৌঁছে দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, বাংলাদেশে এসে দেখে যান-সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত বাংলাদেশ। এসে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রীষ্টান সবাই আমার মিলে-মিশে বসবাস করি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পী, জুলফিকার আলী জুলু, মোল¬া খায়রুল ইসলাম, এনামুল হক সজল, সাইফুর রহমান মিন্টু, পার্থদেব মন্ডল, আব্দুর রকিব মলি¬ক, মো. নাজমুস সাকির পিন্টু, শেখ আলী আজগর, মোল¬া কবীর হোসেন, আতাউর রহমান রুনু, আরিফুর রহমান, আনিছুর রহমান, এ্যাড. সেতারা সুলতানা, জাকির হোসেন জমাদ্দার ও শরিফুল ইসলাম বাচ্চু প্রমুখ।।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button