কয়রায় সরকার বিরোধী লিফলেট বিতরনকালে ৪ জন আটক
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় সরকার বিরোধী লিফলেট বিতরণকালে ৪ জন আওয়ামীলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর গতকাল বুধবার( ৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটক ব্যাক্তিরা হলেন, দক্ষিন বেদকাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল ও আওয়ামীগ কর্মী মহিদুল ইসলাম। পুলিশ জানায়, আটক ব্যাক্তিরা স্থানীয় ঘড়িলাল বাজারে সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে লিফলেটসহ আটক করে। কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আদালতে প্রেরণ করা হয়েছে।