ছয় মাসেও গণহত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি সরকার: গণঅধিকার পরিষদ
প্রবাহ রিপোর্ট : জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবি করেছে গণঅধিকার পরিষদ। গতকাল বুধবার দুপুরে সংগঠনটির রংপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এই দাবি করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও গণহত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি সরকার। শুরু হয়নি বিচার। এটি জুলাই বিপ্লবের সঙ্গে প্রহসন। অবিলম্বে বিচার করা না হলে কঠোর আন্দোলনে যাবে বাংলার ছাত্র-জনতা। এর আগে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর সিটি বাজার ঘুরে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজীব, জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শের ই খোদা আসাদুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের জেলা প্রতিনিধি ইমরান কবির, পরিষদের জেলা সদস্য হাজি মোহাম্মদ জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।