খুলনা নগরীর শান্তিধাম মোড়ে গণধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ গণহত্যা কারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার ৫ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টায় নগরীর শান্তিধাম মোড়ে, জুলাই অভ্যুত্থানে খুলনা মহানগর গণঅধিকার পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি শান্তিধাম মোড়, খুলনা মহানগর গণঅধিকার পরিষদের দলীয় কার্যালের সামনে থেকে শুরু হয়ে ডাকবাংলা চত্বর হয়ে, সদর থানার সামনে থেকে ঘুরে কোট প্রাঙ্গনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদ খুলনা মহানগর ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খুলনা জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত দের মধ্যে বক্তব্য রাখেন, নগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ রাশিদুলক ইসলাম রাশেদ, তিনি তার বক্তব্যে বলেন স্বৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে এই সরকারের এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, আরও বক্তব্যে রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিদার শিকদার, রবিউল ইসলাম পলাশ, মো: শাহিন, লাইজু, মো: নয়ন, নগর যুব অধিকার পরিষদের সভাপতি, এইচ এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, নগর ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদ শেখ সম্রাট, রেজাউল হক রাত, রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় কমিটির মেহেদী হাসান, নগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন সহ ছাত্র, যুব শ্রমিক গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।