৫৩তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব-২০২৫ এবং ৫৩ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী সরকারি দৌলতপুর মুহ্সিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সরকারি ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক ড. মো. আনিস-আর-রেজা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার খুলনার মোহাম্মদ শামসুল হক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, সম্পাদক ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (খানজাহান আলী) খুলনার মোছা: রুমানাই ইয়াসমিন। স্বাগত বক্তৃতা করেন সরকারি দৌলতপুর মুহ্সিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর- খালিশপুর-খানজাহানআলী থানাধীন ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,বিপিএড শিক্ষকবৃন্দ ,কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ । উল্লেখ্য, ওই ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ক্যাপশন : ৫৩ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক ড. মো. আনিস-আর-রেজা……প্রতিনিধি।