স্থানীয় সংবাদ

গত বছরে ভারী, মাঝারি ও ছোট ১০,৯৪০টি যানবাহনের রেজিষ্ট্রেশন সম্পন্ন রাজস্ব আদায় সাড়ে ১৪ কোটির অধিক

# যশোর বিআরটিএ যশোর নড়াইল সার্কেলের অধীনে #

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেলের অধীনে গত বছরে ভারী,মাঝারি যানবাহন ও মোটর সাইকেল রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে ১০ হাজার ৯শ’ ৪০টি। রেজিষ্ট্রেশন,ট্রাক্স টোকেট, নবায়নসহ বিভিন্ন কার্যক্রম করে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৪ কোটি ৬০লাখ টাকা। বিআরটিএ যশোর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অত্র কার্যালয় সূত্রে জানাগেছে,গত বছর ২০২৪ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যায় ১২ মাসে বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেলের অধীনে ভারী যানবাহনের মধ্যে বাস ২৬টি, কার্গোভ্যান ১টি,ট্রাক ৭৯টি,ক্যাভার্ডভ্যান ১১টি, ডেলিভারীভ্যান ১টি, জীপ ১টি,পিকআপ ২৬টি, কার ১টি,তেলের লরী ১০টি,মোটর সাইকেল ১০,৭৭৩টি ও অন্যান্য যানবাহন ৯টি মোট ১০ হাজার ৯শ’ ৪০টি বড়,ভারী,মাঝারিসহ বিভিন্ন যানবাহনের রেজিষ্ট্রেশন করা হয়েছে।এছাড়া, গত বছরে এই সার্কেলের অধীনে ১০,৭৬১টি রেজিষ্ট্রেশন খাত থেকে ৪ কোটি ৯৮লাখ ২ হাজার ১শ’৪১ টাকা, ৪০৪টি ডুবলিকেট রেজিষ্ট্রেশন খাত থেকে ২,৩১,৬১০টাকা, ৪টি এন্ড্রোসমেন্ট খাত থেকে ৫০৬০টাকা,২৬৮০টি মালিকানা বদলী খাত থেকে ৭১,৮০,৩২৪টাকা,১৬০টি যানবাহনের ধরন পরিবর্তন খাত থেকে ৩,৩১,২০০টাকা,৯টি কনভারশন অব ভিকেল খাত থেকে ১,৭৮৯০৭টাকা,৫০টি এন্ড্রোসমেন্ট অব পারসেস খাত থেকে ১,৩৮,০০০ টাকা, ১১,৩৭৬টি ফিটনেস নবায়ন খাত থেকে ৩,৬০,৪৭৬৮৬ টাকা, ১৬২৩টি রুট পারমিট নবায়ন খাত থেকে ১,৪৯,১২,৩৫৫ টাকা,১৩৭টি রুট পারমিট নবায়ন খাত থেকে ১২,৪৩,০৮৭ টাকা, ৬৭টি ডুবলিকেট রুট পারমিট নবায়ন খাত থেকে ৫৩৯৩৫ টাকা,৮৯০৬টি ট্যাক্স টোকেন নবায়ন খাত থেকে ২১২৪০৯৬৭টাকা,২৫৭৬৭ টি শিক্ষা নবিস ড্রাইভিং লাইসেন্স ইস্যু খাত থেকে ১১৩৬৯৬১০ টাকা ও ১৩৩৪ অন্যান্য খাত থেকে ২০১৬৩৭১ টাকা রাজস্ব আদায় হয়েছে।
বিআরটিএ অফিস সূত্রে জানাগেছে, যশোর সার্কেলের অধীনে যশোর ও নড়াইল জেলা রয়েছে। নিজস্ব ভবনের অভাবে যশোর কালেক্টরেট ভবন থেকে বিচ্ছিন্ন হয়ে যশোর শহরের বকচর কোল্ডস্টোর এলাকায় দ্বিতল ভবন ভাড়া নিয়ে এ অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি জনবল সংকটের কারনে বহিরাগতদের নিয়ে এখানে যানবাহন মালিকদের সেবা প্রদানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button