খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

# খালিশপুরে শ্রমিক সমাবেশ ৭ ফেব্রুয়ারি #
খবর বিজ্ঞপ্তি ঃ ফ্যাসিস্ট সরকার কর্তৃক বন্ধকৃত ২৫টি পাটকল রাষ্ট্রিয়ভাবে চালু, খালিশপুর জুট মিলস্, দৌলতপুর জুট মিলস্ সহ ৫টি পাটকলের সকল শ্রমিকদের বকেয়া পরিশোধ, লীজ প্রথা বাতিল, খুলনা ৩৩০ মে. ও. নুতন বিদ্যুৎ ইউনিটটি সার্বক্ষণিক চালুর দাবিতে আগামী ০৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় পিপলস্ গোল চত্ত্বরে শ্রমিক জনসভা সফল করতে প্রস্তুতি সভা করেছে সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি।
পসানাডাঙ্গা থানা: বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে শ্রমিক সমাবেশ সফলের লক্ষ্যে সোনাডাঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভা হাফিজূর রহমান মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদেও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাহবুব হাসান পিয়ারু, জাকির ইকবাল বাপ্পি, জামাল হোসেন, একরামুল কবির মিল্টন, ফারুক হোসেন, মাহমুদ আলম বাবু মোড়ল, কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, হাবিবুর রহমান, মনিরুজ্জামান মনির, আজিজুল ইসলাম, আবুল ওয়ারা, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আরিফুল ইসলাম বিপ্লব, কামরুজ্জামান রুনু, সাইফুল বকশি, কাজী মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, বেল্লাল হোসেন, আকরাম মোল্লা, সাইফুল মল্লিক, এড. কামরুননাহার হেনা, সাহেব আলী, আনিস, দুলু মোল্লা, দুলাল সেখ, হুমায়ুন, রিপন, রাহুল চিশতি, রিয়াজুল কবির, জাফর, আলী আহমেদ প্রমূখ।
সদর থানা বিএনপি: রাত ৮টায় বিএনপি কার্যালয়ে সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীরেরর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফি, আফসার উদ্দিন মাস্টার, আবু সাঈদ শেখ, নাসির উদ্দিন, এড. জলি, এড. মশিউর রহমান নান্নু, মনিরুজ্জামান মনির, দিপু, মাসুদুল হক হারুন, জাহাঙ্গীর হোসেন, আমিন শেখ, নুরুল ইসলাম নুরু, মো. বায়জিদ শেখ, মেশকাত আহমেদ, সওগাতুল আলম সগীর, মঞ্জুরুল আলম প্রমূখ। সভা থেকে ৭ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।