স্থানীয় সংবাদ

সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে দুর্নীতির ২ মামলা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে দুইটি মামলা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা প্রসঙ্গে তিনি বলেন, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আইনজীবী এম সরোয়ার হোসেন সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেছেন বলেও জানান আক্তার হোসেন। তিনি বলেন, আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত গ্রেডেশন তালিকার ৩ নম্বরে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে ডিপিসির সুপারিশের বাইরে ১৬ নম্বর তালিকায় থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছে। এজন্য মন্নুজান সুফিয়ান ও মিজানুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দ-বিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে দুদকের মহাপরিচালক আরও জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশকৃত যোগ্যপ্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রেডেশন তালিকার ৪৮ নম্বরে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দেন। এজন্য দ্বিতীয় মামলায় মন্নুজান সুফিয়ান, আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে আসামি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button