স্থানীয় সংবাদ

ফুলতলায় গভীর রাতে নার্সারীতে রহস্যজনক অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ঃ গভীর রাতে ফুলতলার দামোদর হাই স্কুল এলাকায় নূর হোসেন অঞ্জনের মালিকাধীন আঙিনা কৃষি নার্সারী নামের নার্সারীতে রহস্য জনক অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে আনুমানিক অর্ধলাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ভুক্তভোগির দাবি। ফুলতলা থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কে বা কারা নার্সারী সেডে ডিজেল ডেলে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে এলাকাবাসি উপস্থিত হয়ে নিভিয়ে ফেলে। ততসময় সেডের চাল কাগজপত্র পলিব্যাগ প্লাস্টিকের যন্ত্রপাতিসহ নার্সারীতে ব্যবহৃত অন্যান্য সামগ্রীসহ কিছু চারা পুড়ে যায়। এতে আনুমানিক অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতি হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএইড এর অর্থায়নে সরকারের বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট এর ব্যবস্থাপনায় খুলনা-যশোর মহাসড়কের দামোদর হাই স্কুল এলাকায় নূর হোসেন অঞ্জন এ নার্সারীটি গড়ে তোলেন। আধুনিক প্রযুক্তিতে উন্নত জাতের মৌসুমী ফল ফুল সবজির চারা উৎপাদন ও বিপনন হয়ে থাকে। তবে কমিটির সিদ্ধান্ত ছাড়াই জনৈক হেড মাস্টার একাধিকবার ওই নার্সারী সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। মধ্যরাতে রহস্যজনক এ অগ্নিকান্ডের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button