স্থানীয় সংবাদ

কেশবপুরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিএনপির মিছিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের কেশবপুরে আওয়ামী লীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া ওই দিন সন্ধ্যায় ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সরকারি বাজার, গোপালপুর বাজার, ত্রিমোহিনী বাজার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ভান্ডারখোলা বাজার, সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের নতুন মূলগ্রাম বাজার, দোরমুটিয়া বাজার, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের পাঁজিয়া বাজার, সুফলা কাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের কলাগাছি বাজার, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ভেরচি বাজার, ভায়না বাজার, গৌরীঘোনা বাজার, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সাতবাড়িয়া বাজার, ভালুকঘর বাজার, হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ব্লগার মোড় বাজার ও হাসানপুর বাজারে মিছিল অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button