স্থানীয় সংবাদ

ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে আলোচনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

# শিরোমনিতে নব দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগ #

স্টাফ রিপোর্টার ঃ ফ্যাসিষ্ট সরকারের গুম খুন দুর্নীতিসহ সকল রাষ্ট বিরোধী কর্মকান্ড এবং জুলাই গনহত্যার সাথে জড়িতদের বিচার ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া গতকাল সন্ধায় শিরোমনি ছাত্র সমাজের কার্যালয়ে নব দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। নব দিগন্ত ফাউন্ডেশনের আহবায়ক শামছুদ্দোহা জামালারে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সুন্দরবন কলেজের শিক্ষার্থী সৈয়দ তারিক হাসান, মোঃ মুরসালিন গাজী, সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে দেশের নাগরিকদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। যারা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আয়নাঘরে বন্দি করা হয়েছে।আওয়ামী লীগের আমলে বন্দুকযুদ্ধের নামে ১ হাজার ৯২৬ জনকে হত্যা করা হয়েছে। গত ১৬ বছরে প্রায় ১৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের জাতীয় বাজেটের তিনগুণ। গনমাধ্যম কর্মিদের কন্ঠরোধ করা হয়েছে, নিরীহ ছাত্রজনতার উপর গুলি চালিয়েছে, অনেকের লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্নীতি ও নিপীড়নের এই সংস্কৃতির অবসান ঘটিয়ে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, তাদের কোনো ছাড় বা নমনীয়তা দেখানো যাবে না। আগামীতেও এক হয়ে ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্মের জবাব দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button