দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের অভিষেক

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৫৮৭) নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান দৌলতপুর ৫নং ওয়ার্ড মতিউর রহমান অডিটোরিয়াম সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। প্রধান বক্তা ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরব আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ কবির উদ্দিন,মোঃ আনসার উদ্দিন,আব্দুস সাত্তার কেরানি।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোঃ আজম সারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির,শেখ ফেরদৌস আহমেদ, আকরাম হোসেন বেপারী,৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল খন্দকার, হুমায়ুন কবির,শেখ মোহাম্মদ নাজিম, এম এম জসিম,এম এম শফি, আল-আমিন সরদার রতন, গোলাম সরোয়ার,ইয়াহিয়া শরীফ,বাদশা হাওলাদার, মাহবুবুর রহমান মোল্লা, আল আমিন লিটন,রফিকুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে খোকন ও মাসুম প্যানেলের নব-নির্বাচিত কমিটির প্রতিনিধিরা হলেন সভাপতি মোঃ খোকন মোড়ল,সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন মিয়া, কার্যকরী সভাপতি ফকির আলী আহমেদ মিঠু, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মাসুম মালি, যুগ্ম সম্পাদক শেখ শাজাহান,সহ সাধারণ সম্পাদক নাসির হাওলাদার ও রাজু শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, কোষাধক্ষ্য আজিজুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মিলন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আবু শেখ, কার্যকরী সদস্য ইলিয়াস খা।
উল্লেখ্য, দৌলতপুর থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৫৮৭) ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে দুইটি প্যানেল এ প্রতিদ্বন্দ্বিতা করেন । ১১ টি পদে ২৪ শত ১ ভোটারের ভোটে ১৩ জন প্রার্থী নির্বাচিত হয়। গত ১০ জানুয়ারি-২৫ শুক্রবার সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। খোকন মোড়ল ও মাসুম হোসেন মিয়া প্যানেলে যুগ্ম সম্পাদক শেখ শাহজাহান বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।