স্থানীয় সংবাদ

এ্যাডভোকেট ময়ীনউদ-দীন আহমেদ না ফেরার দেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ

# প্রবীণ আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব #

খবর বিজ্ঞপ্তি ঃ প্রবীণ আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট ময়ীনউদ-দীন আহমেদ গতকাল ৭ ফেব্রুয়ারি ’২৫ শুক্রবার সকাল ৮টায় খুলনার ৮১ গগনবাবু রোডের নিজস্ব বাসভবনে ৯০ বছর বয়সে এক বর্ণাঢ্য কর্মময় জীবনের পরিসমাপ্তি টেনে চলে গেলেন মহাপ্রস্থানের পথে। খুলনার কয়রা উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম, ১৯৬৪ সালে আইনপেশা নিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং নিজেকে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রাখেন। তিনি খুলনা লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি, জাতীয় রবিন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, খুলনা জেলা শাখা, শিল্পী আবিদ স্মৃতি পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, খুলনারও তিনি দীর্ঘকাল সভাপতির দায়িত্ব পালন করেছেন। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি, গণশিল্পী সংস্থা, খুলনা শিশু হাসপাতাল, নাটাব, ডায়াবেটিসসহ আরো বহু সেবামূলক প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের তিনি পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তাঁর স্ত্রী মঞ্জুরা আহমেদ গত কয়েকমাস আগে মৃত্যুবরণ করেন, এক কন্যা কাকন বৈবাহিক সূত্রে চট্টগ্রামে বসবাস করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনার সভাপতি প্রফেসর সাধন ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড. মিনা মিজানুর রহমান, খুলনা লায়ন্স ক্লাবের প্রসিডেন্ট লা: ডা. আর কে নাথ, সেক্রেটারি লা: অধ্যাপিকা রমা রহমান, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনার সভাপতি কবি দুখু বাঙাল, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, যুগ্ম সম্পাদক হিমাংশু বিশ্বাস, অধ্যাপক মাধব রুদ্র, শাহীন জামাল পন, অরবিন্দ মৃধা, গোলাম ফারুক, অজয় দে, নুরুন্নাহার হীরা, আবিদ স্মৃতি পরিষদের অধ্যাপক শংকর মল্লিক, নিরঞ্জন রায়, স্বপন গুহ, কামরুল ইসলাম বাবলু, এস এম সাজ্জাদ আলি, জেসমিন জামান, হুসাইন বিল্লাহ প্রমূখ। বিবৃতিতে তাঁর শোক সন্তপ্ত পরিবার ও নিকট জনদের প্রতি সমবেদনা ও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button