দিঘলিয়ায় ভাঙ্গাড়ী ব্যবসায়ীকে রড ও হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম

# থানায় মামলা #
দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে জসিম খান (৩৬) নামক জনৈক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে মিথ্যা প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ঘরে আটকিয়ে তাকে মারধর, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করাও জোরপূর্বক টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দিঘলিয়া থানায় হাজীগ্রাম নিবাসী আলী আকবর সর্দারের পুত্র আজিজুল সর্দার (৪০) বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৩ তারিখ ০৬/০২/২৫ ধারা ৩২৩/৩২৫/৩০৭/৩৮৬। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় লাখোহাটি মধ্যপাড়া নিবাসী জিন্নাত শেখের পুত্র রাকিব শেখ (২৩) অজ্ঞাত ২/৩ জনকে সাথে নিয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ী জসিম খানকে তার সঙ্গীয় মোটরচালিত ভ্যানগাড়িসহ লোহার রড বিক্রির কথা বলে রাকিব শেখ এর বাড়িতে নিয়ে আসে। এসময় রাকিব এবং সঙ্গীয় লোকজন তাকে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকিয়ে দেয় এবং তার নিকট থেকে নগদ টাকার ব্যাগ তাদের দিতে বলে। জসিম খান টাকার ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে রাকিব শেখ তাকে লোহার রড দিয়ে আঘাত করে। এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।সে ব্যাগ না ছাড়লে তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে রক্তাক্ত জখম করে এবং সঙ্গের লোকজন তাকে লোহার রড দিয়ে পেটাতে থাকে।জসিম খানের মৃত্যু হয়েছে ভেবে রাকিব এবং সঙ্গীয় লোকজন ঘরের দরজা আটকিয়ে রেখে অন্যত্র চলে যায়। এসময় এলাকাবাসী ঘরের মধ্যে শব্দ শুনে এগিয়ে আসে। তারা জসিম খানকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত জসিম খান বাদী আজিজুল সর্দারের ভাগ্নি জামাই। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান ঘটনায় দিঘলিয়া থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।