খুলনায় সামাজিক ব্যবসা’র উদ্বোধন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : শুধু মুনাফা অর্জন নয়, ব্যবসা হতে হবে টেকসই। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মো: ইউনুস ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় ও এইচ আর এ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনায় শুভ সূচনা হলো সামাজিক ব্যবসায়ের। গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার খালিশপুর প্লাটিনাম জুট মিলস অফিসার্স ক্লাবে এ সামাজিক ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফুল হক। প্রধান আলোচক হিসেবে ছিলেন দৈনিক প্রবাহের নির্বাহী সম্পাদক ও সিইও এনামুল হক সাহেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যতম আকর্ষণ হিসেবে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধী মামলার অন্যতম সাক্ষী সুখ রঞ্জন বালি। এছাড়া বিনা দোষে র্যা বের গুলিতে পা হারানো যুবক লিমন হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল হক বলেন, এইচ আর এ ফাউন্ডেশন এর উদ্যোগে গঠিত এই সামাজিক ব্যবসায় সংগঠনটি বেকারত্ব কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কিভাবে টেকসই করা যায়, সেটা নিয়ে কাজ করবে এ সংগঠনটি। এছাড়া অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে প্রবাহের নির্বাহী সম্পাদক এনামুল হক সাহেদ বলেন, সংগঠনটি বর্তমান প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
তবে সাবেক ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের রোষানলে পড়ে অনেকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে বলে মনে করেন আমন্ত্রিত অতিথিগন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধী মামলার অন্যতম সাক্ষী সুখ রঞ্জন বালি বলেন, আমাকে সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে বলা হয়েছিল। মিথ্যা সাক্ষী বিধায় আমি রাজি হয়নি। ফলে আমাকে পাঁচ বছর আয়নাগর ও ভারতের কারাগারে কাটাতে হয়েছে। আমি এখন খুবই মানবতর জীবনযাপন করছি। এইচ আর এ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সামাজিক ব্যবসায়ে অংশগ্রহণ করতে পারব বলে মনে করছি।
সবশেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি মো: আরশ আলী বলেন, সামাজিক ব্যবসায়ের ক্যাম্পেইনে, বিগত সরকারের আমলে ২ জন চরম ভুক্তভোগীকে বাছাই করা হয়েছে। ডক্টর ইউনুস ও জাফরুল্লাহ চৌধুরী অনুপ্রেরণায় আমরা সারাদেশে সামাজিক ব্যবসার বার্তা পৌঁছে দেব।