আন্তর্জাতিক

নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে বৈরুতে লাখো মানুষের ঢল

প্রবাহ ডেস্ক : হিজবুল্লাহর দীর্ঘকালীন নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং তার নিযুক্ত উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিয়েদ্দিনের জানাজায় অংশ নিতে বৈরুতে জড়ো হয়েছেন লাখ লাখ শোকার্ত মানুষ। ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল রোববার বৈরুত স্টেডিয়াম (ক্যামিল চামাউন স্পোর্টস সিটি স্টেডিয়াম) ও দক্ষিণ বৈরুতের আশপাশের রাস্তায় জড়ো হয় জনতা। এর ফুটেজ ইরনার ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি নাগরিকরাও এতে অংশ নিয়েছেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্টদের একটি বড় অংশ সেখানে জড়ো হয়েছেন। এর মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা। হিজবুল্লাহ কর্মকর্তা আলী দামুশ সাংবাদিকদের বলেন, ৬৫টি দেশের প্রায় ৮০০ বিশিষ্ট ব্যক্তিত্ব জানাজায় অংশ নেবেন। আল জাজিরা জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমানবন্দর সড়কের পাশে এক টুকরো জমিতে নাসরুল্লাহকে সমাহিত করা হবে। দক্ষিণ লেবাননের দেইর কানুন এন-নাহর শহরে সাফিদ্দিনকে দাফন করা হবে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈরুতে শোকার্ত মানুষ জড়ো হওয়ার সময়ও সীমান্তের কাছে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, টায়ার জেলার ক্লেইলেহ ও সামাইয়ার মধ্যবর্তী এলাকা লক্ষ্য করে শত্রু বিমানগুলো দুটি অভিযান চালায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button