আন্তর্জাতিক

শত্রুদের বার্তা দিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

প্রবাহ ডেস্ক : ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শত্রুদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ক্ষমতা সম্পর্কে বার্তা হিসেবেই দেশটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার পীতসাগরে ক্ষেপণাস্ত্র মহড়ার সভাপতিত্ব করেছেন। গতকাল শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। গত বুধবার আরও পরের দিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। কেসিএনএ এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুদের বিশেষ করে যারা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার নিরাপত্তা পরিবেশকে গুরুতরভাবে লঙ্ঘন করছে এবং সংঘর্ষের পরিবেশ তৈরি করছে বা বাড়িয়ে দিচ্ছে, তাদেরকে বিভিন্ন পারমাণবিক অপারেশনের প্রস্তুতি দেখানোর জন্যই পিয়ংইয়ং এই মহড়া চালিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৩০ মিনিট ১ হাজার ৫৮৭ কিলোমিটার দীর্ঘ (৯৮৬ মাইল) পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে। চলতি বছর এ নিয়ে চতুর্থ বারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর আগে যে কোনো ধরনের যুদ্ধের জন্য আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। একটি সামরিক অ্যাকাডেমি পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে উত্তর কোরিয়া রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠানোর পর কিমের কাং কন মিলিটারি অ্যাকাডেমিতে এটাই প্রথম ভ্রমণ। এই সপ্তাহে কিম আরেকটি অভিজাত ক্যাডার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিম ইল সুং ইউনিভার্সিটি অব পলিটিক্স পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক আনুগত্য ও ত্যাগের ওপর জোর দেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিমের আগের সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক একাডেমির সর্বশেষ পরিদর্শনের সময় কিম দুর্বল ব্যবস্থাপনা ও শিক্ষাগত সুযোগ-সুবিধার সমালোচনা করে বলেন, এটি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনে ক্ষমতাসীন দলের আধুনিকতা ও উন্নত চরিত্রের সাধনা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কিম বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সঙ্গে যথাযথভাবে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। এদিকে দক্ষিণ কোরিয়া সতর্ক করে জানিয়েছে, রাশিয়ায় সেনা পাঠিয়ে সুবিধা পেতে পারে। বিশষ করে বাস্তব যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button