খেলাধুলা

সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষ দিকে ৮ দলের এশিয়া কাপ হতে যাচ্ছে। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। কেননা আইসিসির পরবর্তী বিশ^কাপ হবে বিশ ওভারের ফরম্যাটে। শেষবার ২০২৩ সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। সেটি আয়োজন করা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। এ বছর আবার এশিয়া কাপ হবে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা আয়োজন করার ইচ্ছা আছে তাদের। টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ হতে পারে। প্রতিযোগিতার আয়োজক ভারত। কিন্তু টুর্নামেন্টের ম্যাচগুলো শ্রীলংকা কিংবা সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা প্রবল। এসিসি ঠিক করেছে ভারত এবং পাকিস্তানে আপাতত কোনো প্রতিযোগিতা দেওয়া হবে না। দুই দল একে অপরের দেশে গিয়ে খেলতে রাজি নয়। সেই কারণেই এমন পরিকল্পনা এসিসির। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা। ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গড়া হয়েছে ‘এ’ গ্রুপ। দুই গ্রুপের অন্য দুটি দল হংকং কিংবা ওমান। কিন্তু নেপাল সুযোগ পায়নি এশিয়া কাপের টিকিট। টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ তিনবার দেখা করার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button