যশোরের মণিরামপুরে অসহায় বৃদ্ধের জমি দখলের পায়তারা : থানায় অভিযোগ

যশোর ব্যুরো ঃ যশোরের মণিরামপুর উপজেলায় এক অসহায় এক বৃদ্ধের জমি দখল করে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের খালপাড়ের স্থানীয় একদল দুর্বৃত্ত এ জমি দখল করার পায়তারা করছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ফজর আলী বুধবার মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বৃদ্ধ ফজর আলী জানান,এলাকার আব্দুল খালেক মোল্লার স্ত্রী মারুফা বেগম ও খালেকের ছেলে আমিনুর রহমানের কাছ থেকে ১৯৯১ সালে ১১ শতক জমি টাকার বিনিময়ে রেস্ট্রিকৃত কবলা দলিলের মাধ্যমে ক্রয় করে ভুক্তভোগী পরিবার। ক্রয়ের পরে বাড়ি করে তারা ৪ ভাই ভোগদখল করে আসছিলেন। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার প্রভাব দেখিয়ে একই এলাকার শাহজাহান ও তার ছেলে মজনু হোসেন ও খালেকের ছেলে শহিদুল জমি দখলের পায়তারা করছে।
তিনি আরো জানান ইতোমধ্যে জমিতে থাকা বিভিন্ন জাতের প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছে ওই চক্রটি। পরে বাকি গাছগুলো কেটে নেওয়ার সময় স্থানীয় লোকজন বাধা দিলে গাছ কাটা বন্ধ রেখেছে। এর প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার হুমকির ভয়ে পরিবারের সদস্যরা এলাকা থেকে এখন পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।