স্থানীয় সংবাদ

বুচিতলা ঘাটকুল জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে জুম্মার নামাজ আদায়

# প্রশাংসায় ভাসছে সংশ্লিষ্টরা #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বুচিতলা ঘাটকুল জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধনের মাত্র সাত দিনের মধ্যে আংশিক নির্মাণ কাজ সম্পন্ন করে জুম্মার নামাজের ব্যবস্থা করে প্রশাংসা কুড়ালেন মসজিদ কমিটিসহ এলাকাবাসী। ২১ ফেব্রুয়ারী শুক্রবার জুম্মাবাদ মসজিদ ভবনের ইটের গাথুনি দিয়ে ভিত্তি প্রস্তুর ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা, গুনিজন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ জাহিদ ইকবাল। উদ্বোধনের মাত্র সাত দিনের মধ্যে গতকাল ২৮ ফেব্রুয়ারী মসজিদটিতে নামাজের পরিবেশে তৈরী করে প্রথম জুম্মার নামাজ আদায় করে মুসল্লিগণ। এত দ্রুত সময়ে নামাজের জন্য মসজিদটি নির্মাণ করায় এলাকাবাসীর প্রশাংসায় ভাসছে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিগণ। নবনির্মিত মসজিদটির কমিটির আমন্ত্রণে অন্য মুসল্লিদের মতো প্রথম জুম্মার নামাজ আদায় করে সরেজমিনে দেখা যায় পার্শবর্তী দ্বাতা সদস্যদের দেওয়া ৪ শতক জমির একাংশে ইটের গাথুনী এবং টিনের চাল দিয়ে নির্মিত মসজিদটিতে এ অঞ্চলের প্রায় কয়েক শতাধিক মুসল্লি জুম্মার নামাজ আদায় করতে দেখা গেছে।্ প্রথম জুম্মায় মসজিদের ভিত্তি প্রস্তুর ও নির্মাণ কাজের উদ্বোধক তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা, গুনিজন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ জাহিদ ইকবাল, মসজিদটির নবনিযুক্ত ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল আতিক, মসজিদের আহবায়ক কমিটির আহবায়ক ও ওয়ার্ডের সাবেক মেম্বর শেখ নজরুল ইসলাম নুরু, সাবেক ইউপি সদস্য শেখ ইকরাম হোসেন, মাওলানা মুনছুর বিন আব্দুল্লাহ, সেনাবাহিনীর সার্জেন কবির হোসেন, বিশিষ্ট কবি ও সাধক এ্যাড. হুমাউন কবির, খানাবাড়ী গালর্স হাই স্কুলের শিক্ষক মোঃ মোশারফ হোসেন, দাতা সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ হানিফ ফরাজী, মোঃ রমজান মল্লিক, টুটুলসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। জুম্মার নামাজ আদায় শেষে দোয়া পরিচালনা করেন তেলিগাতী ফকিরপাড়া বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button