স্থানীয় সংবাদ

মোল্লাহাটে জুয়ার বিরোধিতা করায় যুবককে কুপিয়ে জখম!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার বিরুদ্ধে অভিযোগ করায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার উদয়পুর উত্তরকান্দী গ্রামের শেখ বাড়ি মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
গুরুতর জখমী অবস্থায় আহত এনামুলকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেলে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ভুক্তভোগীর পরিবার জানায়, জুমার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এনামুল মোল্লা , পিতা-আহম্মাদ মোল্লাকে জুয়ার আসরের বিরুদ্ধে সেনাবাহিনীকে তথ্য দেয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ করে এনামুল মোল্লার ভাই ইমদাদুল মোল্লা জানান, প্রায় ৩ মাস পুর্বে এলাকার পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট (জুয়ার খেলার)তথ্য দেয়ার জেরে তার ভাই এনামুলকে হত্যার উদ্দেশ্যে একই এলাকার জুয়াড়ি রবিউল মোল্লা, আবুল মোল্লা, রাজ মোল্লা, জয় মোল্লা, চয়ন মোল্লা, শয়ন মোল্লা সহ অজ্ঞাত ১০-১২ জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশিয় অস্ত্র হাতে শেখ বাড়ি মসজিদের সামনে এনামুলের পথ রোধ করে, তাকে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র- রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হাতুড়ি, লোহার পাইপ দ্বারা আঘাত করে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। এসময় তার আর্তনাদ শুনে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ছুটে এসে তাকে আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গোপালগঞ্জ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অভিযোগের বিষয়ে রবিউল মোল্লার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, হামলার বিষয়টি তার জানা নেই, জরুরী কাজে তিনি মোল্লাহাটের বাইরে অবস্থান করছেন। কারা হামলা করেছে তা তিনি জানেন না। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button