মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল। গতকাল শনিবার বেলা ১১টায় শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন ম-ল খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। গত শুক্রবার দিবাগত রাত ২টায় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটক তিন ছিনতাইকারীকে রাতেই শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। আটকদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোর ও আরেকজন গাজীপুরের শ্রীপুর উপজেলার নেড়াইদেড়চালা গ্রামের আব্দুল শেখের ছেলে (অটোরিকশাচালক) হিরণ মিয়া (২৮)। ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ীতে সড়কের ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনীর টহল দল। পরে আটকদের থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে।



