দ্বীন বিজয়ের যেকোনো প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি

ফুলতলায় ইফতার মাহফিলে গোলাম পরওয়ার
সাইফুল্লাহ তারেক ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে কথিত গণতন্ত্রের নামে নির্মম স্বেচ্ছাতন্ত্র ও জুলুমতন্ত্র চলেছে। রাসূল (সা.) বলেছেন, জালিম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ। তাই দেশকে ফ্যাসীবাদ মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে সকলকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষায় তাক্বওয়া অর্জন ও আত্মগঠনে সকলকে আত্মনিয়োগ করার আহবান জানান। দ্বীন বিজয়ের যেকোনো প্রচেষ্টাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। বাংলাদেশে আকিমুদ্বীন প্রতিষ্ঠার কাজে যারা আত্মনিবেদিত সকলের প্রচেষ্টাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আলেম-উলামাসহ সবাইকে কাজ করতে হবে। কুরআনের বিজয়ের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্য অটুট রেখে এদেশে ইসলামী জাগরণ তৈরির সুযোগকে কাজে লাগাতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার দামোদার ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ইউনিয়ন আমীর ইজ্ঞিঃ সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন , সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম , অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম, মোস্তফা আল মুজাহিদ, এ্যাডভোকেট ফিরোজ কবির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা থানা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্ল্যা, নায়েবে আমির মাওলানা শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খান, ডঃ আজিজুল হক, শেখ আলাউদ্দীন, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন ,ইসলামে মুসলমানদের পারস্পরিক সর্ম্পক ভ্রাতৃত্বের। এই ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার ব্যাপারে মহান আল্লাহ তায়ালা এবং রাসূল (সা.) জোর তাগিদ দিয়েছেন। মুমিনগণ একজন মানুষের মতো, যার চোখ আক্রান্ত হলে সমস্ত শরীর আক্রান্ত হয়; আর তার মাথা আক্রান্ত হলে সমস্ত শরীর আহত হয়। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের সকল স্তরে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করার আহবান জানান তিনি।