রূপসায় নদীতে খুনের আসামীর লাশ উদ্ধারের ঘটনায় অপমূত্য মামলা

স্টাফ রিপোর্টার : খুলনায় আরিফ হত্যাকা-ে মামলার মুল আসামি জুয়েল শেখের লাশ রূপসা নদীতে উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রোববার নিহত জুয়েলের স্ত্রী মেহেরুন্নেছা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেন।
রূপসা থানার ওসি মো: মাহফুজুর রহমান বলেন, নিহত জুয়েলের স্ত্রী মেহেরুন্নেছা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেন। ঘটনার দিন আরিফসহ কয়েক জনের ওপর হামলার পর জুয়েলকে স্থানীয়রা তাকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে সে নদীতে ঝাপ দেয়। এর পর থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি। রোববার সকালে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে জুয়েল শেখের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত জুয়েলের স্ত্রী মেহেরুন্নেছো বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং ৫।
এর আগে আরিফ হত্যকা-ের ঘটনায় শনিবার নিহতের বাবা মো: আলী হোসেন শেখ বাদি হয়ে শনিবার রাতে রূপসা থানায় মামলা দায়ের করেন। মামলায় রুবেল শেখ, জুয়েল শেখ, আািজজ খা, লিয়াকত শেখ ও আমিন শেখের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় খুলনার সদর এলাকার রাজ মিস্ত্রির হেলপার আরিফ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলে মাংসের দোকানে টাকা আনতে যায়। সেখানে গেলে মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের সাথে আরিফের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যাযে তারা দু’ভাই আরিফকে ধারালো চা পাতি দিয়ে মাথায় আঘাত করে। প্রথমে তাকে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।