স্থানীয় সংবাদ

নগরীতে ডেভিল হান্ট অভিযানে ১১নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)র ডিবি পুলিশের ডেভিল হান্ট অভিযানে মহাসিন কলেজের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ১১ নং ওযার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি শেখ শাহারিয়া বাবু(৪৫) কে গ্রেফতার করেছেন। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
কেএমপি ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন তৈয়বা কলোনী এলাকা হতে শেখ শাহারিয়া বাবুকে গ্রেফতার করা হয়। বাবু ওই এলাকার বাসিন্দা মৃত আলতাফ হোসেন এর পুত্র। ডিবি পুলিশ জানায়, শাহরিয়া বাবু বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ, সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button