আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

প্রবাহ ডেস্ক : মার্কিন উসকানির জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিন জং উনের বোন কিম ইয়ো জং। গতকাল মঙ্গলবার জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর বিষয়কে কেন্দ্র করে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। তারা সমানে উসকানি দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়া এর জবাব দেবে বলে হুমকি দেন কিমের বোন। খবরে বলা হয়েছে, গত রোববার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়। ডয়চে ভেলে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতেই এই পদক্ষেপ। অন্যদিকে গত রোববারই উত্তর কোরিয়া চলতি বছরে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এমন পরিপ্রেক্ষিতে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও তার পেটোয়া দেশ সংঘাতের রাস্তায় যেতে চায়। দক্ষিণ কোরিয়া আত্মঘাতী পথে চলছে। তিনি বলেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে। তাদের নিরাপত্তা যাতে শত্রুরা বিঘিœত করতে না পারে সেটা বিবেচনা করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন আসার পর তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। তারা আগের প্রশাসনের বিরুদ্ধাচরণের নীতি নিয়ে চলছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে শীর্ষবৈঠক করেছিলেন। এবারও ট্রাম্প বলেছেন, তিনি কিম জং উনের সঙ্গে দেখা করবেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, কিম এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাইছেন। তিনি আগের মতো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা নাও করতে পারেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button