খেলাধুলা

লারার রেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচে টস হেরে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার রেকর্ড স্পর্শ করলেন ভারতের রোহিত শর্মা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এ ম্যাচে টস জিততে পারেননি রোহিত। তাতেই ২৬ বছর আগে লারার রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা ১২ ম্যাচে টস হেরেছিলেন লারা। ২৬ বছর পর লারার সঙ্গী হলেন রোহিত। ২০২৩ সালের নভেম্বরে শেষ হওয়া ওয়ানডে বিশ^কাপের ফাইনাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হারলেন রোহিত। এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন নেদারল্যান্ডসের পিটার বোরেন। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত টানা ১১ ম্যাচে টস হেরেছিলেন বোরেন। ওয়ানডেতে এখন পর্যন্ত টানা ১৫ ম্যাচে টস হেরেছে ভারত। এরমধ্যে ১২টি রোহিতের অধীনে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button