আন্তর্জাতিক

সিরিয়ায় সংঘর্ষে ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত

প্রবাহ ডেস্ক: লাতাকিয়া, তারতুস ও হোমস প্রদেশে নতুন সিরিয়ার সরকারের নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩০ জনে দাঁড়িয়েছে। ইরাকি সংবাদ পোর্টাল শাফাক নিউজের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়। নিহতদের বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের, যা দেশের জনসংখ্যার ১২ শতাংশ। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী উপকূলীয় অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং পাহাড়ি এলাকায় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে তাড়া করছে। ৬ মার্চ থেকে অভিযান চলাকালীন ২৫০ জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। সরকারি বাহিনী ২৩১ জন সেনা হারিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকে দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে এই সংঘর্ষই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কার্যালয় জানায়, উপকূলীয় গভর্নরেটগুলোয় সহিংসতার পরিস্থিতি তদন্তের জন্য সাত সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধ’, ‘সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী এবং নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা’ তদন্ত করার, অপরাধীদের সনাক্ত করার এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি এই ঘটনাগুলোর কারণ, অবস্থান ও পরিস্থিতি’ তদন্ত করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button