বিনোদন

ওমরাহ হজ পালন করতে মক্কায় বর্ষা

প্রবাহ বিনোদন : ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত থাকেন তিনি; নিয়মিতই পালন করেন ধর্মীয় আচার-রীতি। এদিকে চলছে পবিত্র রমজান মাস, এরই মধ্যে ওমরাহ হজ পালন করতে মক্কায় গেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে খবরটি জানান বর্ষা নিজেই; সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’ এদিকে গণমাধ্যমে বর্ষা জানিয়েছেন, গত ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় পৌঁছান তিনি। আগামী ১৩ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত-বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button