জাতীয় মজুরী কমিশনের সাথে সামঞ্জস্য রেখে কৃষক-শ্রমিকদের মজুরী নির্ধারণ করা হবে

# কৃষিজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরাই এদেশের চালিকা শক্তি। কিন্তু এদেশের কৃষক, শ্রমিক, মজুর মেহনতী মানুষেরা তাদেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে খেটে খাওয়া কুলি, মজুর, শ্রমিক মেহনতী মানুষদেও ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করতে। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি ইউনিট হলো বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন। কৃষকরা তাদেও উৎপাদিত পণ্যেও ন্যায্য মূল্য পায়না। আবার কৃষি উপকরণ সহ সার ঔষধ কীটনাশকের মূল্য বৃদ্ধিও কারণে কৃষকরা হতাশ হয়ে পড়ে। কৃষকদের বিভিন্ন দুঃখ দুর্দশা তুলে ধরে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহানবী (সাঃ) ঘোষিত শ্রমনীতি বাস্তবায়ন করা হবে। জাতীয়মজুরীকমিশনের সাথে সামঞ্জস্য রেখে কৃষক-শ্রমিকদের মজুরী নির্ধারণ করা হবে। মঙ্গলবার সকালে ফুলতলার দামোদও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন খুলনা জেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা সভাপতি মাওলানা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল আলম, খুলনা জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মহানগর সভাপতি মোঃআজিজুল ইসলাম ফারাজী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোস্তফা আল মুজাহিদ, জেলা জামায়াত নেতা মাষ্টার সিরাজুলইসলাম। কৃষিজীবী ইউনিয়ন খুলনা জেলার সেক্রেটারী আলামিন গোলদারের পরিচালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা আকবর আলী মোড়ল, সেক্রেটারী মোঃ নাজিমউদ্দিন, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যা, নায়েবে আমীর মাওলানা শেখ ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁন, শ্রমিক কল্যাণ নেতা আঃ আলীম শেখ, মোঃ আসলাম সরদার, জামায়াত নেতা ইঞ্জিঃ শাব্বির হোসেন, মাষ্টার মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, হাফেজ গাজী আলামীন প্রমুখ। সম্মেলনে মাওলানা শেখ কামাল হোসেন কে সভাপতি ও মোঃ আল-আমিন গোলদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি ঘোষণা করা হয়।