৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফ্যাসিস্ট খালিদ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খুলনা ৩ আসনের ফ্যাসিস্ট সরকার মনোনীত এমপি মুন্নুজান সুফিয়ান এর আপন ভাগ্নে শেখ খালিদ আহমেদ (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে কাশিপুর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বলে খালিশপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে খালিশপুর থানা তিনটি, আড়ংঘাটা থানা ও খুলনা সদর থানায় মামলা রয়েছে। তবে খালিশপুর থানার মামলায় তিনি জামিনে রয়েছেন বলে খালিদ পুলিশের দাবি করেছে। তার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান। এলাকাবাসী জানায়, নগরীর নতুন রাস্তা মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে তিনির ছিলেন সামনের সারির দমন পিড়িন নেতা। এলাকার বিএনপি অফিস ভাঙচুর হামলার নেতৃত্বভাগে ছিলেন তিনি। এমনকি বকুল ভাইয়ের বাড়ি ভাঙচুর এই খালেদ ও তার সহযোগিরা। এলাকার তিনটি তেল ডিপো ছিল তার দখলে। তার ছিল বিশাল বাহিনী। যাদের কাজ ছিল এলাকার মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংঘটিত করা তার বাহিনীর কারণে কেই তার অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করতে সাহস পেত না।