সিলেটে ছয় বছরের শিশুকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় মোবাশ্বির আলী (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে তাকে গ্রামের বাড়ি হিমিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোবাশ্বির আলী উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। পুলিশ জানায়, গত সোমবার বিকেলে হিমিদপুর গ্রামে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এসময় অন্য শিশুদের টাকা দিয়ে দোকানে পাঠিয়ে মোবাশ্বির শিশুটিকে তার নিজ বাসায় একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করেন এবং ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন। সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, ভিকটিম শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তার আসামি মোবাশ্বির আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
