জাতীয় সংবাদ

বিমানবন্দরে মোয়াল্লেমের কাছ থেকে ১২ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক মোয়াল্লেমের কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনি ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার হাতব্যাগ এবং প্যান্টের পকেট তল্লাশি করে ১২টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম শাহিন আল মামুন। তিনি রাঙ্গামাটি জেলার বাসিন্দা এবং ওমরা হজের মোয়াল্লেম বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ কর্মকর্তা) প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, যাত্রী শাহিন আল মামুন গতকাল বুধবার সকাল ৮টা ৩৬ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেন। উদ্ধার করা ১২ পিস স্বর্ণের চুড়ির বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button