জোর পুর্বক বসত বাড়ি দখলের প্রচেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জোর পুর্বক বসত বাড়ি দখলের প্রচেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ জোর পুর্বক বসত বাড়ি দখলের প্রচেষ্টা, হামলা, অগ্নিসংযোগ ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আদম গাজী মান্দার। গতকাল বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আদম গাজী মান্দার বলেন, নগরীর নিরালার পাশে প্রান্তিকা আবাসিক এলাকার ২নং রোডে দীর্ঘ ২৪ বছর ধরে পরিবার পরিজন নিয়ে বসাবস করে আসছেন। গত ৫ আগষ্ট সরকার ব্যবস্থা পরিবর্তনের পর স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠি আমার বসত বাড়ি দখল করে নেওয়ার জন্য হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এসব ঘটনায় একাধিক সাধারণ ডায়রি এবং আদালতে মামলা দায়ের করার কারণে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উল্লেখ করেন, প্রান্তিকা আবাসিক এলাকার ২নং রোডে তার ৫ কাঠা জমি রয়েছে। বায়নাসূত্রে জমিটি ক্রয় করার পর জমির মালিক তাকে দখল বুঝিয়ে দেন। এ অবস্থায় জমির মালিকানা নিয়ে খুলনার অতিরিক্ত জেলা জজ ৩য় আদালতে দেওয়ানী আপীল-২৯১/১৬ ইং মামলা চলমান রয়েছে। মামলার বিচারকার্য শেষ হওয়ার আগেই প্রতিপক্ষ প্রভাবশালী সালেহ আহমেদ ও জুখফুরুল আমাদেরকে জোর পুর্বক আমাদেরকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ ও জুখফুরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে প্রবেশ করে। এসময়ে সন্ত্রাসীরা বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। এছাড়া একটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে। এ ঘটনায় আমি বাদি হয়ে গত ২৮ জানুয়ারি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে মামলা দায়ের করি। এ অবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সন্ত্রাসীরা ফের বাড়িতে প্রবেশ করে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় আমার জীবনের নিরাপত্তা চেয়ে ১৯ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় সাধারন ডায়রি করি। এছাড়া ২৫ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করি। সন্ত্রাসীরা যেকোন সময়ে আমার এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। সে কারণে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করছি।



