স্থানীয় সংবাদ

যশোর মাগুরা সড়কের হাশিমপুর বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

যশোর ব্যুরো ঃ মঙ্গলবার দুপুরে যশোর মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাশিমপুর বাজারে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ইয়াছিন হাওলাদার রনি (৩১) নিহর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতর চাচাতো শ^শুর যশোর সদর উপজেলার শেখহাটি বিশ^াসপাড়ার মৃত রহিম বক্সের ছেলে লিটন বাদি হয়ে মঙ্গলবার বিকালে মামলা করেন। মামলায় আসামী করেন, (ঢাকা মেট্টো ট-১৮-৯৯২৩) এর অজ্ঞাতনামা ঘাতক চালক। নিহত রনি উপশহর এফ ব্লক বাসা নং ১২৮ এর মৃত আক্কাছ আলীর ছেলে। মামলায় বাদি উল্লেখ করেন, তার ভাইঝি জামাই ইয়াছিন হাওলাদার রনি পেশায় একজন কাঁচা মামলা ব্যবসায়ী। সে ব্যবসার কাজে গত মঙ্গলবার ১১ মার্চ দুপুর অনুমান ২ টা বেজে ১০ মিনিটে নিজ বাসা হতে মাগুরা জেলার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওয়ানা করে। বেলা আড়াইটার সময় মোটর সাইকেলটি যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারস্থ রাবেয়া সুপার মার্কেটের সামনে পৌছালে মাগুরা গামী একটি ট্রাক যার রেজিষ্ট্রেশন নং (ঢাকা মেট্টো-ট-১৮-৯৯২৩)এর অজ্ঞাতনামা চালক বেপরোয়া ও দ্রুত গতিতে ট্রাক চালিয়ে ভাইঝি জামাইয়ের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে রনি ট্রাকের চাকার নীচে পড়ে কোমর হতে পা পর্যন্ত পিষ্ট হয়ে যায়। উক্ত ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত গতিতে ট্রাক চালিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দূর্ঘটনা কবলিত ট্রাকের ছবি তুলে ট্রাকের রেজিষ্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে মূমুর্ষ অবস্থায় রনিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। পরে বাদি খবর পেয়ে হাসপাতালে ও কোতয়ালি থানায় এসে বিষয়টি জানে। পরে পারিবারিকভাবে আলাপ আলোচনা করে মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button