নারী-শিশু ধর্ষণ ও খুনের প্রতিবাদে খুলনায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

খবর বিজ্ঞপ্তি ঃ সারা দেশে অব্যাহত ভাবে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও খুনের প্রতিবাদ ও বিচারের দাবীতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১২ মার্চ বিকাল ৫টায় খুলনায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের খুলনা জেলা কমিটির আহ্বায়ক ও সিপিবি জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদক ও খুলনা জেলা কমিটি সাধারণ সম্পাদক সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)এর খুলন জেলার সদস্য সচিব কোহিনুর আক্তার কনা। উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, কমিউনিস্ট লীগের সমরেশ রায়, আনিসুর রহমান মিঠু, বাসদের আঃ করিম, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, মুক্তিযোদ্ধা নিতাই পাল, অধ্যাপক সঞ্জয় সাহা, শ্রমিক নেতা এস এম চন্দন, এ্যাড. সনজিত মন্ডল, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একটি অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশবাসী আর কোনো ফ্যাসিস্ট দেখতে চায় না। মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় ও গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় দেশকে শোষণ বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়। মানুষ তার সামাজিক মর্যাদা ফিরে পেতে চায়। কিন্তু আমার দেখছি প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, অব্যাহতভাবে হত্যাকা- চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। মব সন্ত্রাসে মানুষ মেরে ফেলা হচ্ছে। সমাবেশ থেকে খুন-ধর্ষণের বিচার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জোর দাবী জানান হয়।



