চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১৪ টন রড দৌলতপুর থেকে উদ্ধার

# দু’জন গ্রেফতার #
স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম থেকে চুরি হওয়া রড খুলনার দৌলতপুর থেকে পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এ রড উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন দৌলতপুর দক্ষিণ দেয়ানার বাসিন্দা অভি হাওলাদার ও যশোরের বাসিন্দা আলম হোসেন (৩৫)। আবুল খায়ের গ্রুপের ১৪ টন চোরাই রড চট্টগ্রাম সীতাকুন্ডু থানা পুলিশ, শিল্প পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ যৌভভাবে অভিযান চালিয়ে এ রড উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ১৮ হাজার টাকা। নাঈম ট্রেডিং নামক রডের দোকান থেকে এ মালামাল উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান। এ রড চট্টগ্রাম থেকে চুরি হয়। এ ব্যাপারে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান। চট্টগ্রাম সীতাকুন্ডু থানায় এ রড চুরির ব্যাপারে মামলা দায়ের করা হয়। সীতাকুন্ডু থানার এসআই মাহমুদুল হাসান এ অভিযানে অংশ নেন। সীতাকুন্ডু শিল্প পুলিশ মামলাটি তদন্ত করছেন বলে এসআই মাহমুদ জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে পুলিশ আসার পর দোকানের মালিক নাঈম ও ইমন গা ঢাকা দেয়। এ সময় পুলিশ দোকানে যে দু’জন ছিল তাদের মালামালসগ গ্রেফতার করে নিয়ে যায়।



