কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্মাণাধীন দশ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে মোঃ মনিরুজ্জামান কালু (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েট কর্তৃপক্ষ । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টা ১০ মিনিটের সময় কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় প্রতিদিনের ন্যায় কাজ শুরু করে নির্মাণ শ্রমিক মনিরুজ্জামান কালু। কাজ করার সময় অসাবধনতাবসত নীচে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মোঃ মনিরুজ্জামান কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুস সামাদ। কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ সত্যতা স্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণ শ্রমিক অসাবধানবশত পড়ে গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে। হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। বর্তমান ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি স্যারকে বিষয়টি অবহিত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন । নিহত মনিরুজ্জামান কালুর ফুলবাড়ী গেটে চায়ের দোকান ছিল। বর্তমানে সে রাজমিস্ত্রি হেলপার হিসেবে কাজ করত। নিহত কালু ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার হাফিজা বেগমের মেয়ে জামাই স্থানীয়রা জানিয়েছেন। খান জাহানআলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ ব্যাপারে এখনও অপমৃত্যু মামলা হয় নাই। গতকাল রাত পৌনে ১১টায় এজাকা জুট মিল ঈদগা ময়দানে জানাযার শেষে যোগীপোল কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাযায় কুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর(ভিসির দায়িত্ব )শেখ শরিফুল আলম, প্রধান প্রকৌশলী মামুনুর রশিদ,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



