খেলাধুলা

এখনও পুরো পারিশ্রমিক পাননি পারভেজ ইমন, শরিফুল, শামীম

স্পোর্টস ডেস্ক : বিপিএল শেষ সেই কবে, জানুয়ারির শুরুতে। তবে এখনও বিপিএলের ৫০ ভাগ পারিশ্রমিক পাননি ওপেনার পারভেজ হোসেন ইমন। চিটাগং কিংস শুধু ইমনকেই পাওনা টাকা দেয়নি এমন না; স্থানীয় প্রায় সব ক্রিকেটারই বিপিএলের অর্ধেক পারিশ্রমিক এখনও পান চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির কাছে। ২০২৫ বিপিএল আসরে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। তবে বিপিএল ফাইনালের দুই মাস পেরিয়ে গেলেও এখনও চুক্তির অর্ধেক টাকা পাচ্ছেন না চিটাগং কিংসের দেশি খেলোয়াড়রা। কিংস মালিকপক্ষের বিরুদ্ধে দলটির ওপেনার পারভেজ হোসেন ইমন জানালেন টাকা না পাওয়ার গল্প। জাতীয় দলের আরও দুই তারকা শামীম হোসেন পাটোয়ারি ও শরিফুল ইসলামও তাদের অর্ধেক পারিশ্রমিক পাননি। মিরপুর হোম অব ক্রিকেটে ডিপিএলের অনুশীলনের মাঝে পারভেজ হোসেন ইমন বিপিএল পারিশ্রমিক ইস্যুেত জানালেন, ‘৫০ শতাংশ পেয়েছি, আর এখনও পাইনি। বলতেছে… দিবে, দিবে। আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, শামীম ভাই। সব প্লেয়ার, কোনো দেশি প্লেয়ারই বিপিএলের পর আর টাকা পায়নি। যা পেয়েছি বিপিএলের সময়ই।’ বিপিএলের ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান এখনও হয়নি। চিটাগং কিংসের কর্ণধান সামির কাদের চৌধুরির বিরুদ্ধে আবারও অভিযোগের আঙুল তুললেন পারভেজ হোসেন ইমন। চলতি আসরে বিপিএলের একাধিক দল পারিশমিক নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button