স্থানীয় সংবাদ

নগরীতে সাংবাদিক জাহিদ লাঞ্চিত

# নগদ অর্থ ও মোবাইল ফোন চুরির অভিযোগ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সাংবাদিক মোঃ জাহিদকে শারীরিকভাবে লাঞ্চিত করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে উজ্জল নামে এক যুবক ও তার সহযোগীরা। এবিষয়ে খুলনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ জাহিদ। লিখিত অভিযোগে তিনি জানান, বুধবার দুপুর ১টায় নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডে আমার বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের গন্ডগোল বাঁধে। সেই গন্ডগোলের নিউজ কাভারেজ করতে গেলে উজ্জ্বল সহ আরও ১০ থেকে ১২জন আমার উপর হামলা করে। এসময় আমার জামা কাপড় ছিড়ে ফেলে এবং শারীরিকভাবে আমাকে হেনস্থা করে। এমনকি আমাকে হত্যার হুমকীও দেয় তারা। এসময় আমার কাছে থাকা নগদ ২৩ হাজার ৭শ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে যায় তারা। এঘটনার পর থেকে মো: জাহিদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা অতিশিঘ্রই এবিষয়ে আইন শৃঙ্খলা বাহীনির দৃষ্টি আকর্ষন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button