নিরালায় সন্ত্রাসী হামলায় টিসিবি ডিলার ও জ্বালানি তেল বিক্রেতা আহত

# আঙ্গুল কর্তন, গুলি লক্ষ্যভ্রষ্ট #
স্টাফ রিপোর্টার ঃ নগরীর নিরালা হাজ্বী বাড়ি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় মোস্তাকিম বিল্লাহ লনি (৩৪) নামে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। হামলায় তার একটি আঙ্গুল কেটে পড়ে যায়। তবে এসময় অস্ত্রধারীরা গুলি বর্ষণ করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত লনিকে উদ্ধার কওে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী লনি টিসিবির একজন ডিলার এবং তিনি হাজী বাড়ি এলাকায় পেট্রোল-অকটেল জ্বালানি তেল বিক্রি করেন। লনির স্ত্রী মাহবুবা আফরোজ জানান, শনিবার রাত ৯টা ২০ এর দিকে তার স্বামী মোস্তাকিম বিল্লাহ লনি নিরালা হাজী বাড়ী এলাকায় বাসার সামনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এসময় ৮-৯ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার স্বামীর উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে তার শরীরে আঘাত করে এতে তার ডান হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে সেটি লক্ষ্য ভ্রষ্ট হয়। চিৎকার শুনে তিনি বাসার সামনে এসে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। তার স্বামীর গায়ে থাকা পাঞ্জাবি ছিড়ে যায় এবং তিনি রক্তাক্ত হয়ে পড়েন। একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানে থাকা তেল এবং নগদ টাকা নিয়ে চলে যায়। কারা, কি কারনে এ হামলা ও লুটপাট করেছে সেটি তিনি বলতে পারেননি। তবে, কয়েক বছর আগেও তার স্বামীর উপর এ ধরনের হামলার ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
এবিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার ছানোয়ার হুসাইন মাসুম বলেন, মূলত একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপ ব্যবসায়ী লনির কাছে চাঁদা দাবি করেছিলো। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় এ হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে তার একটি আঙ্গুল আংশিক বিচ্ছিন্ন করে এবং গুলি বর্ষণ করে বলেও উল্লেখ করেন তিনি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।