আন্তর্জাতিক

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চায় ফ্রান্স, যা বলল যুক্তরাষ্ট্র

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। ফ্রান্সের পক্ষ থেকে ১৮৮৫ সালে উপহার হিসেবে দেওয়া এই ভাস্কর্য এখন দেশটিতে ফেরত চাওয়ার দাবি তুলেছেন এক ফরাসি আইন প্রণেতা। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এটি ফেরত দেবে না। মার্কিন সংবাদমাধ্যম এপির খবরে বলা হয়, ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান দাবি তুলেছেন, যুক্তরাষ্ট্র আর সেই মূল্যবোধ ধারণ করে না, যার প্রতীক হিসেবে এই মূর্তিটি দেওয়া হয়েছিল। গত রবিবার এক জনসমাবেশে রাফায়েল গ্লাকসম্যান বলেন, ‘স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফিরিয়ে দিন। যুক্তরাষ্ট্রের কিছু মানুষ অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে। এই মূর্তি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারা তা রক্ষা করতে পারছে না।’ ফ্রান্সের এমন দাবির প্রেক্ষিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, তাদেরকে এটি কখনোই ফেরত দেওয়া হবে না। ওই নি¤œ-স্তরের ফরাসি রাজনীতিবিকে মনে করিয়ে দিতে চাই যে, কেবল যুক্তরাষ্ট্রের কারণেই ফরাসিদের এখন জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিকে ধ্বংস করে দেওয়া আমেরিকান-ফরাসি মিত্রশক্তির কথা উল্লেখ করে সোমবার তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সহায়তা করেছিল। এ জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত। ১৮৮৫ সালে ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি ডিজাইন করা স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button