স্থানীয় সংবাদ

দেশ ও জাতির কল্যানে জাতির বিবেক সাংবাদিকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ন

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রির্পোটার/খানজাহান আলী থানা ঃ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন‘‘ উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বপুর্ণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক দেশকে এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পন, দেশ ও জাতির কল্যানে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে জাতির সামনে তুলে ধরে। একটি দেশ উন্নয়নে পেছনে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রয়েছে। তাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও জাতির দিক নির্দেশনা এবং কল্যাণ সাধিত হয়। দেশের সংকটময় মুহুর্তে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা সাধারণ মানুষকে এক দিকে যেমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয় অপরদিকে জাতির বিভ্রান্ত হওয়া থেকে বিরত রাখে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন দুটি কারনে আমরা মনে করি স্থানিয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার। প্রথমত বৈষম্যহীন ভাবে পেশি শক্তিমুক্ত রাষ্ট্রিয় ক্ষমতার প্রভাবমুক্ত হয়ে নিরোপেক্ষ নির্বাচন এবং দ্বিতীয়ত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা এখন নাই যার কারণে স্থানিয় সরকারের নাগরিক সেবা থেকে দেশের জনগণ বঞ্চিত হয়ে জনদূর্ভোগের মধ্যে আছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সোনার ছেলেরা ছাত্র-জনতা শুধুমাত্র একটি ভোটের জন্য নিজেদের জীবন দেয়নি একটি সুন্দর দেশ এবং গণতন্ত্র ফিরিয়ে দিতে আমাদের ছেলেরা জীবন দিয়েছে। আল্লাহর রহমতে জামায়াতকে যদি এদেশের জনগন রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয় তাহলে আমরা শাসক নয় জনগণের সেবক হিসাবে রাষ্ট্র পরিচালনা করবো। মানবিক ও কল্যাণময় রাষ্ট্র গঠনে করে সুখি ও সমৃদ্ধিশালী দেশ উপহার দিবে জামায়াতে ইসলামী। তিনি বলেন সাবেক ফ্যাসিস সরকার এবং প্রতিবেশী একটি দেশ দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তারা এক এক সময় বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশকে অশান্ত করে নিজের স্বার্ত হাসিলের চেষ্টা করছে। প্রতিবেশী দেশের কিছু সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে গভীর ষড়যন্ত্র করছে। তিনি আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।’’
তিনি গতকাল ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় ফুলতলা সরকারি মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুলতলা উপজেলা ও খানজাহান আলী থানা এলাকার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহাফিলের মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীল অধ্যাপক আব্দুল আলিম মোল্ল্যার সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর হযরত মাওলানা ইমরান হোসাইন। বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যক্ষ গাউসুল আজম হাদী, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় খুলনা জেলা, উপজেলার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ফুলতলা ও খানজাহান আলী থানা এলাকার কর্তরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button